পাকিস্তানে অর্থনীতি বিকশিত হচ্ছে, দাবি মরিয়ম নওয়াজের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পিএম
![পাকিস্তানে অর্থনীতি বিকশিত হচ্ছে, দাবি মরিয়ম নওয়াজের](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/28/Untitled-8-671f9cbdd630b.jpg)
নওয়াজ শরিফের সরকার ক্ষমতায় থাকায় পাকিস্তানে অর্থনীতি বিকশিত হচ্ছে বলে দাবি করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। সোমবার হাফিজাবাদে কিষাণ কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ দাবি করেন তিনি।
মরিয়ম নওয়াজ বলেন, কৃষকদের জীবনযাত্রার উন্নতির জন্য দিনরাত চেষ্টা করা হচ্ছে।আমাকে এমন নীতি তৈরি করতে হবে যাতে কৃষকদের ক্ষতি না হয়, তারা কিষাণ কার্ডের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছেন। কিষাণ কার্ডের জন্য ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছিল।
মরিয়ম নওয়াজ বলেন, পিটিআইয়ের নৈরাজ্যের সময় স্টক এক্সচেঞ্জ ডুবছিল, কিন্তু আজ তা ৯০ হাজারে দাঁড়িয়েছে। নওয়াজ শরিফের সরকারের কারণে অর্থনীতি বাড়ছে এবং মুদ্রাস্ফীতি কমেছে।
নওয়াজকণ্যা আরও বলেন, আজ বিদেশি অতিথিরা আসছেন, আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন।আমি পাঞ্জাবকে বদলে যেতে দেখছি, ভবিষ্যদ্বাণী করছি যে ফিতনা শেষ হয়ে যাচ্ছে এবং অপব্যবহারের রাজনীতি মরে যাচ্ছে।
জিয়ো নিউজ উর্দূ