পাকিস্তানে গ্রেফতার অধিকার কর্মী, কে এই ইমান মাজারি?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:০৯ পিএম
ইমান মাজারি
পাকিস্তানের আলোচিত অধিকার কর্মী ও আইনজীবী ইমান মাজারি ও তার স্বামী আব্দুল হাদিকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগে একটি মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে মাজারি ও তার স্বামীর বিরুদ্ধে আবপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। এই দম্পতির বিরুদ্ধে ক্রিকেট দলের নিরাপত্তার জন্য স্থাপন করা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার অভিযোগ রয়েছে। যেই মামলার আইনি যাচাই-বাছাই প্রক্রিয়া এখন চলমান।
আরও জানা গেছে, পাকিস্তানে সফররত ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তার প্রতিবন্ধকতা অপসারণ নিয়ে মাজারি এবং একজন পুলিশ ওয়ার্ডেনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিপ্রেক্ষিতে প্রায় এক সপ্তাহ পরে গ্রেফতার করা হয় মাজারি ও তার স্বামীকে।
এদিতে এক্সে এক পোস্টে এ পরিস্থিতিকে ‘রাষ্ট্রীয় ফ্যাসিবাদ’ বলে অভিহিত করেছেন তার মা রাজনীতিবিদ শিরিন মাজারি। সেই সঙ্গে দাবি করেছেন ঘটনার সময় পুলিশ ইমানকে লাঞ্ছিত করেছে। একটি পুলিশ বাধায় ইচ্ছাকৃতভাবে ইমানকে প্রবেশ করানো হয়েছে এবং আহত করা হয়েছে। যাকে ‘সন্ত্রাসবাদ’ হিসাবে বর্ণনা করে এ ঘটনার জন্য পুলিশকে দায়বদ্ধ করেছেন তিনি।
উল্লেখ্য, ইমান মাজারি পাকিস্তানের আলোচিত অধিকার কর্মী ও আইনজীবী। তার মা রাজনীতিবিদ শিরিন মাজারি। ২০১৭ সালে ইমান সরকার এবং বিক্ষোভকারীদের মধ্যে চুক্তিতে সামরিক বাহিনীর জড়িত থাকা নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। ২০২০ সালে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা সাংবাদিকদের হয়ে লড়াই করে আলোচনায় আসেন তিনি।