Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে যুদ্ধ চাই না, তবে সঠিক জবাব দেব: ইরানের প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০২:২৫ পিএম

ইসরাইলের সঙ্গে যুদ্ধ চাই না, তবে সঠিক জবাব দেব: ইরানের প্রেসিডেন্ট

১ অক্টোবরে ইরানের ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে ইসরাইল। প্রায় ৪ সপ্তাহ পর ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় তেহরানসহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ইরানের ৪ সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না।  তবে হামলার যথাযথ জবাব দেবে।

গতকাল রোববার ইরানের মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন।  রোববার (২৮ অক্টোবর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা শুধু তাকিয়ে যুদ্ধ দেখব না, দেশ ও জাতির অধিকারে আমরা যুদ্ধ প্রতিরোধ করবো।  ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ইরানের মাটিতে ইসরাইলের হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা দেখছে তেহরান।  আর পশ্চিমা মিত্ররা ইসরাইলের পাশে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সমালোচনায় পেজেশকিয়ান বলেন, ‘বিশ্বব্যাপী সমস্ত মানুষ প্রত্যক্ষ করছে যে ইসরাইলি শাসকদের সমর্থনকারীরা, তাদের শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি করে, কিন্তু হাজার হাজার নারী ও শিশু হত্যার বিষয়ে নীরব থাকে’।

‘যদি ইহুদিবাদী শাসক তার আগ্রাসন এবং অপরাধ অব্যাহত রাখে তবে উত্তেজনা বাড়বে, এই বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অপরাধ করতে উসকানি দিচ্ছে।’

এদিকে আরেক বার্তায় নিহত চার সেনার মৃত্যুতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। সামাজিকমাধ্যম এক্সে পেজেশকিয়ান লিখেছেন, ‘ইরানের শত্রুদের জানা উচিত যে এই সাহসী মানুষেরা তাদের ভূমির প্রতিরক্ষায় নির্ভয়ে দাঁড়িয়ে আছে। ওরা কৌশল এবং বুদ্ধিমত্তার সাথে যে কোনও বোকামির জবাব দেবে’।

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম