Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় আরো ৫৩ জন নিহত, দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৩২ এএম

গাজায় আরো ৫৩ জন নিহত, দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের

বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কয়েকজন ফিলিস্তিনি ও ইসরাইলি বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন। রোববার (২৭ অক্টোবর) কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোউনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন তিনি। 

মিশর কাতারের রাজধানী দোহায় ইসরাইল ও মিসরীয় প্রতিনিধিরা পুনরায় যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছেন। মনে করা হচ্ছে ২ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব স্থায়ী বিরতিতে যাওয়ার একটা প্রচেষ্টা।

সিসি আরও জানান, স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের ১০ দিনের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা উচিত।

এদিকে সোমবার আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজায় কমপক্ষে ৫৩ জন এবং লেবাননে ২১ জনকে হত্যা করেছে।  জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস অবরুদ্ধ উত্তর গাজায় মৃত্যু, আঘাত ও ধ্বংসের যন্ত্রণাদায়ক পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান যুদ্ধের চায় না, তবে ইসরাইলের সাম্প্রতিক হামলার উপযুক্ত জবাব দেবে।

গাজায়, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২ হাজার ৯২৪ জন নিহত এবং এক লাখ ৮৩৩ জন আহত হয়েছে।  হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরাইলে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছে এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়।  

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম