টোরেৎস্কের এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণের পথে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৮:০২ পিএম
রাশিয়ান সেনাবাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের দজারঝিনস্ক (ইউক্রেনীয় নাম টোরেৎস্ক) শহরের এক তৃতীয়াংশ এলাকাকে মুক্ত করার পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক রিপোর্টের বরাতে এ তথ্য জানিয়েছেন VGTRK সাংবাদিক পাভেল জারুবিন।
পুতিনের উদ্ধৃতি দিয়ে জারুবিন বলেন, দজারঝিনস্কের ভেতরেই সংঘর্ষ চলছে। শহরটির এক তৃতীয়াংশ এখনও মুক্ত করতে হবে। রাশিয়ান সেনাবাহিনী ওই অংশটিকে সম্পূর্ণ অবরোধ করে রেখেছে।
এদিকে রাশিয়ার ব্যাটলগ্রুপ সেন্টার সম্প্রতি ক্রাসনোয়ারমেইস্ক এলাকায় ৫-৬ কিলোমিটার অগ্রগতি করেছে বলে জানা গেছে।
পুতিনের সামরিক রিপোর্টের বরাতে জারুবিন তার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানান। তিনি বলেন, ব্যাটলগ্রুপ সেন্টার একটানা অগ্রসর হচ্ছে এবং ২৩ কিলোমিটার পর্যন্ত এলাকা দখলে নিয়েছে।
রাশিয়ান বাহিনী লিসিচানস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের ২০ কিলোমিটার দূরে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন জারুবিন। বেলোগোরোভকা, সেরেব্রিয়ানকা, গ্রিগোরোভকা এবং ভারখনিকামেনস্কয়েও এই অগ্রগতি চলমান রয়েছে।
দোনেৎস্ক পিপলস রিপাবলিকের চাসোভ ইয়ার এলাকায় রাশিয়ান প্যারাট্রুপার বাহিনী ১.৫ কিলোমিটার অগ্রগতি অর্জন করেছে। পুতিনের সামরিক রিপোর্টে জানানো হয়, এই অঞ্চলে ৯৮তম এয়ারবর্ন ডিভিশন সক্রিয় ভূমিকা পালন করছে এবং সেভারস্কি ডোনেটস-ডনবাস খাল অতিক্রম করে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
রাশিয়ার ব্যাটলগ্রুপ ইস্ট উগ্লেদারের কাছে ৬ কিলোমিটারের বেশি অগ্রসর হয়েছে। জারুবিন জানিয়েছেন, শহরটির কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে উত্তরের দিকে অগ্রসর হওয়ার কাজ চলছে।
এদিকে ডিপিআরে রাশিয়ার ব্যাটলগ্রুপ সেন্টার ইজমাইলোভকা এলাকা সম্পূর্ণভাবে মুক্ত করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।