Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি আগ্রাসনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পিএম

ইসরাইলি আগ্রাসনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরাইলি আক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ৪২,৯২৪ জনে পৌঁছেছে।

এছাড়া এক বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে মোট ১,০০,৮৩৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী সাতটি পরিবারে গণহত্যা চালিয়েছে। যাতে ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং ২৮৯ জন আহত হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। 

২০২৩ সালের ৭ অক্টোবর চালানো হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় শুরু হওয়া এই সংঘাতে প্রায় গোটা গাজা উপত্যকার জনগণ বাস্তুচ্যুত হয়েছে। অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট সৃষ্টি হয়েছে।

ইসরাইলকে গাজায় পরিচালিত এই কর্মের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলার মুখোমুখি করা হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম