Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে হামলায় ১০ সীমান্তরক্ষী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পিএম

ইরানে হামলায় ১০ সীমান্তরক্ষী নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক সন্ত্রাসী হামলায় ১০ জন সীমান্তরক্ষী সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হামলাটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তে সংঘটিত হয় এবং এতে ইরানের আরও কয়েকজন সীমান্তরক্ষী গুরুতর আহত হন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, হামলাটি জইদান প্রদেশের সিস্তান-বেলুচিস্তান এলাকায় সংঘটিত হয়। এলাকাটি প্রায়ই মাদক পাচারকারী ও চরমপন্থি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে থাকে। 

তবে হামলাকারীদের পরিচয় বা এর পেছনের কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানি কর্তৃপক্ষ এ ঘটনার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।

এদিকে শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল। এর মাঝেই ইরানের সীমান্ত অঞ্চলে এ ধরনের আক্রমণ দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। 

ইরানি কর্মকর্তারা সন্ত্রাসী কার্যক্রম ও মাদক চোরাচালান মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সূত্র: মিডল ইস্ট আই

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম