Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের ৩১ ড্রোন ভূপাতিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৫:১৪ পিএম

ইউক্রেনের ৩১ ড্রোন ভূপাতিত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার সংবাদ মাধ্যম তাস-এর বরাতে জানা গেছে, বেলগোরোদ অঞ্চলে দুটি, কুরস্ক অঞ্চলে ১০টি, ওরিয়ল অঞ্চলে ৯টি এবং ব্রায়ানস্ক অঞ্চলে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

এছাড়া আজভ সাগরের ওপরে তিনটি, বেলগোরোদ অঞ্চলে আরও তিনটি এবং ব্রায়ানস্ক অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

একটি ছোট বেলুনও রোস্তভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেনীয় ড্রোন হামলাগুলোকে বরাবরই সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছেন। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করে গোলাবর্ষণ করা ভলোদিমির জেলেনস্কির পরিচিত কৌশল হয়ে উঠেছে। 

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম