Logo
Logo
×

আন্তর্জাতিক

গুতেরেসের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ এএম

গুতেরেসের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (২৫ অক্টোবর) জেলেনস্কির অফিসের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

জাতিসংঘের প্রধান এই সপ্তাহের শুরুতে ব্রিকসে যোগদানের জন্য কাজানে ক্রেমলিনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন আন্তোনিও গুতেরেসে। এতে ক্ষুব্ধ ইউক্রেন। এ কারণে জেলেনস্কির শান্তি সম্মেলনে গুতেরেসকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না।

ব্রিকস সম্মেলনে ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর, গুতেরেসের প্রেস উইং জানিয়েছে, ‘জাতিসংঘের প্রধান তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’।

কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুতেরেসের করমর্দনের ছবি সামনে আসার পর কিয়েভ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কিয়েভ দাবি করছে, খুনির সঙ্গে ছবি তুলেছেন জাতিসংঘ মহাসচিব।

পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ চালায় রুশ সেনাবাহিনী।  যা এখনো চলমান।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম