Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিপাইনে ঝড়ের পর বন্যায় নিহত বেড়ে ৭৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

ফিলিপাইনে ঝড়ের পর বন্যায় নিহত বেড়ে ৭৬

ফিলিপাইনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে এসে ঠেকেছে। গ্রীষ্মকালীন ঝড় ‘ট্রামি’র প্রভাবে এ বন্যার সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজানের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানে ‘ট্রামি’। এই ঝড়ের কারণেই বন্যা ও ভূমিধস হয়। 

ট্রামির তাণ্ডবে প্রথমে ২৬ জনের মৃত্যুর কথা বলা হলেও সেই সংখ্যা এখন ৭৬। 

টাইফুন ট্রামি শুক্রবার ভোরবেলা ফিলিপাইন থেকে পশ্চিমে দক্ষিণ চীন সাগরের দিকে সরে যায়। এর পরেই মৃতের সংখ্যা বাড়তে শুরু করে এবং নতুন করে ক্ষতিগ্রস্তদের প্রতিবেদন প্রকাশ করা হয়। 

বৃহস্পতিবার একটি সরকারি পরিসংখ্যান জানিয়েছে, বন্যার মুখে এক লাখ ৯৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে এবং ঝড়ের ফলে আলগা হয়ে যাওয়া আগ্নেয়গিরির পলিতে কিছু শহর ডুবে গেছে। 

বিকল উপদ্বীপেই ঝড়ের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। সেখানে বন্যার কারণে অন্তত ৩০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সেখানে রাস্তাগুলো প্লাবিত হয়ে নদীর মতো হয়ে গেছে। ঝড়ের কারণে উত্তর ফিলিপাইনে স্কুল ও সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। সূত্র: এএফপি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম