Logo
Logo
×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে, পুতিনের সতর্কবার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম

মধ্যপ্রাচ্য পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে, পুতিনের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্য এখন পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রুশ প্রেসিডেন্ট বলেন, এক বছর আগে গাজায় শুরু হওয়া সামরিক সংঘাত এখন লেবাননেও ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলের আরও অনেক দেশ এ সংঘাতে প্রভাবিত হচ্ছে। 

বৃহস্পতিবার রাশিয়ার কাজানে অনুষ্ঠিত এক ব্রিকস আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় বেশ কয়েকজন বিশ্বনেতা সেখানে উপস্থিত ছিলেন।

পুতিন বলেন, ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাতের মাত্রা তীব্রভাবে বেড়ে গেছে। এটি একটি চেইন রিঅ্যাকশনের মতো, যা পুরো মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

মধ্যপ্রাচ্যে এই সহিংসতা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সৃষ্টি না হয়, যোগ করেন পুতিন।  এ সময় সম্মেলনে ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসও উপস্থিত ছিলেন।

রুশ নেতা এ সময় আরও বলেন, ফিলিস্তিনের ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার মূল শর্ত হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত দুই-রাষ্ট্র নীতি কার্যকর করা।

পুতিন একে ফিলিস্তিনি জনগণের প্রতি ‘ঐতিহাসিক অবিচার সংশোধন’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘এ বিষয়টি সমাধান না করা পর্যন্ত সহিংসতার এই চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না’। সূত্র: এনডিটিভি

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম