Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিন-লেবাননে ইসরাইলের হামলা নিয়ে যা বললেন চীনের শি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০১:৫০ পিএম

ফিলিস্তিন-লেবাননে ইসরাইলের হামলা নিয়ে যা বললেন চীনের শি

ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলা উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে ব্রিকস সদস্য দেশগুলোকে শান্তি বজায় রাখতে এবং অভিন্ন নিরাপত্তার জন্য প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।  

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের শি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার জন্য একটি স্থিতিশীল শক্তি গঠন করতে এবং বিরোধপূর্ণ সমস্যাগুলোর লক্ষণ এবং শিকড় ধরতে হবে। এসব মোকাবেলার জন্য সমাধান খুঁজতে আমাদের একসঙ্গে এগিয়ে আসা উচিত।’

শি আরো বলেন, ‘আমাদের গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে। লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে। ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংস হওয়া উচিত নয়’।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস শীর্ষ সম্মেলনের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন। যেখানে চীনা প্রেসিডেন্ট ফিলিস্তিন-লেবানন ইস্যুর পাশাপাশি ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে। যা এখন প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে। এ যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং বহু বেসামরিক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

ব্রিকস আয়োজক কমিটি ঘোষণা জানিয়েছে, ৩৬টি দেশ এবারের সম্মেলনে অংশ নিয়েছে। । যেখানে অন্তত ২২ দেশের রাষ্ট্রপ্রধানরা প্রতিনিধিত্ব করছেন। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত রয়েছেন। আর আয়োজক রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম