Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিচয় প্রকাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম

তুরস্কে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিচয় প্রকাশ

তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (TAI) সদর দপ্তরে বুধবার এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত এবং ২২ জন আহত হন। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিহতদের পরিচয় প্রকাশ করেছে তুর্কি কর্তৃপক্ষ।

হামলায় নিহতরা হলেন- 

১. সেঙ্গিজ কসকুন (Cengiz Coskun) - TAI-এর কোয়ালিটি কন্ট্রোল অফিসার,

২. জাহিদে গুচলু (Zahide Guclu) - মেকানিক্যাল ইঞ্জিনিয়ার,

৩. হাসান হুসেইন জানবাজ (Hasan Huseyin Canbaz) - TAI-এর কর্মচারী,

৪. আতাকান শাহিন এরদোগান (Atakan Sahin Erdogan) - নিরাপত্তা রক্ষী এবং

৫. মুরাত আর্সলান (Murat Arslan) - ট্যাক্সি চালক।

এছাড়া আহত ২২ জনকে কাছের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেো বলেও জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (TAI) সদর দপ্তরে কাজ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জাহিদে গুচলু তার স্বামীর পাঠানো ফুলের তোড়া গ্রহণ করতে TAI-এর প্রবেশদ্বারের দিকে যাচ্ছিলেন। আর তখনই হামলার ঘটনা ঘটে। 

এদিকে সন্ত্রাসীরা ট্যাক্সি চালক মুরাত আর্সলানকে হত্যা করে তার দেহ তারই ট্যাক্সির ডিকিতে লুকিয়ে রাখে। সন্ত্রাসীরা ওইদিন ট্যাক্সিতে ওঠার পরই এ ঘটনা ঘটায়।

বুধবার আঙ্কারার কাহরামানকাজান জেলাস্থ TAI-এর সদর দপ্তরে বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনা ঘটে। 

এ বিষয়ে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, দুজন সন্ত্রাসীকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। তবে এ হামলায় ৫ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমি তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের স্থাপনায় এই ঘৃণ্য হামলার নিন্দা জানাই’।

এদিকে এ ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী, দমকলকর্মী এবং প্যারামেডিক দল ঘটনাস্থলে পৌঁছায় এবং TAI-এর কর্মচারীদের নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

আঙ্কারার প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম