Logo
Logo
×

আন্তর্জাতিক

রাজা চার্লসকে কটাক্ষ করা কে এই লিডিয়া থর্প?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম

রাজা চার্লসকে কটাক্ষ করা কে এই লিডিয়া থর্প?

দীর্ঘদিন ধরে ব্রিটিশ রাজতন্ত্রের সমালোচনা করে আসছেন অস্ট্রেলিয়ান সিনেটর লিডিয়া থর্প। সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে রাজা চার্লসকে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে আক্রমণ করে তুমুল আলোচনায় তিনি। 

৫১ বছর বয়সি এই অস্ট্রেলিয়ান সিনেটর সম্প্রতি ব্রিটিশ রাজা চার্লসকে অভিযুক্ত করেন আদিবাসী জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য।  

গত ২১ অক্টোবর অস্ট্রেলিয়ার পার্লামেন্টে রাজা চার্লসের বক্তৃতার পর লিডিয়া থর্প চিৎকার করে বলে ওঠেন, ‘আমাদের জমি ফেরত দাও! তুমি আমাদের কাছ থেকে যা চুরি করেছ তা ফেরত দাও! এটা তোমার জমি নয়, তুমি আমার রাজা নও।’ 

লিডিয়া দাবি করে রাজা চার্লসের উদ্দেশ্যে বলেন, ‘তুমি আমাদের জমি চুরি করেছ, আমাদের কঙ্কাল, আমাদের শিশুদের ফিরিয়ে দাও। 

তার এ মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

এর আগে, তিনি ইউরোপীয় বসতি স্থাপনকারীদের দ্বারা আদিবাসী অস্ট্রেলিয়ানদের ‘গণহত্যা’ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। কেননা, অস্ট্রেলিয়া ১০০ বছরেরও বেশি সময় ধরে একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। আর সেই সময়ে হাজার হাজার আদিবাসী অস্ট্রেলিয়ানকে হত্যা করা হয়েছিল এবং সমগ্র সম্প্রদায়গুলিকে বাস্তুচ্যুত করা হয়েছিল।


কে এই লিডিয়া থর্প?

লিডিয়া থর্প ১৯৭৩ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কার্লটনে জন্মগ্রহণ করেন। তিনি সেখানকার গুনাই, গুন্ডিটজমারা এবং জাব ওরুঙ্গ জনগোষ্ঠীর একজন সদস্য। তিনি সুইনবার্ন ইউনিভার্সিটি থেকে কমিউনিটি ডেভেলপমেন্টে ডিপ্লোমা এবং পাবলিক সেক্টর ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েট সার্টিফিকেট অর্জন করেছেন। থর্প মূলত রাজতন্ত্রের কঠোর সমালোচক এবং আদিবাসী অধিকার রক্ষার প্রবল সমর্থক।

লিডিয়া থর্পের রাজনৈতিক ক্যারিয়ার

থর্প ২০১৭ সালে নর্থকোট আসন থেকে ভিক্টোরিয়ান আইনসভায় নির্বাচিত হন। ২০২০ সালে তিনি অস্ট্রেলিয়ার ফেডারেল সিনেটে নির্বাচিত হন। যার মাধ্যমে তিনিই হয়ে ওঠেন ভিক্টোরিয়া থেকে প্রথম আদিবাসী নারী সিনেটর। 

২০২২ সালের মে-তে পুনঃনির্বাচিত হওয়ার পর গ্রিনস পার্টির পক্ষ থেকে লিডিয়া থর্পকে সিনেটে দলের ডেপুটি লিডার হিসেবে নির্বাচিত করা হয়। 

তবে ২০২৩ সালে আদিবাসী কণ্ঠস্বরের বিষয়ে মতবিরোধের কারণে তিনি গ্রিনস পার্টি থেকে পদত্যাগ করেন। 

রাজা চার্লসের বিরুদ্ধে প্রতিবাদ এবং বহিষ্কার

রাজা চার্লসকে আক্রমণ করার পর থর্পকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি বিবিসিকে বলেন, তার লক্ষ্য ছিল চার্লসকে একটি ‘পরিষ্কার বার্তা’ দেওয়া যে, ‘রাজা হওয়ার জন্য আগে ভূমির অংশ হতে হয় এবং তিনি এই ভূমির অংশ নন’। 

থর্প দীর্ঘদিন ধরে রাজতন্ত্রের বিরুদ্ধে এবং একটি চুক্তির মাধ্যমে ইতিহাসের ভুলগুলো সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছেন।

থর্পের মতে, অস্ট্রেলিয়ার আদিবাসী এবং অ-আদিবাসী জনগণের মধ্যে একটি চুক্তি প্রক্রিয়া গঠন করা এবং দেশকে প্রজাতন্ত্রের পথে নিয়ে যাওয়া ‘অপূর্ণ কাজ’ সমাধানের একটি উপায় হতে পারে। সূত্র: এনডিটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম