Logo
Logo
×

আন্তর্জাতিক

সালমানের সঙ্গে যে কথা হলো জর্ডান বাদশাহর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৩:১৬ পিএম

সালমানের সঙ্গে যে কথা হলো জর্ডান বাদশাহর

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।  

এছাড়া ইসরাইলি যুদ্ধে ফিলিস্তিন এবং লেবাননে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার আল ইয়ামামা প্রাসাদে রাজকীয় দরবারে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে উষ্ণ স্বাগত জানান যুবরাজ । একইসঙ্গে জর্ডানের বাদশাহ যুবরাজকে তার আতিথেয়তা এবং উদারতার জন্য ধন্যবাদ জানান।

এতে আরো বলা হয়, বৈঠকে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা হয়।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি উন্নয়ন, বিশেষ করে গাজা যুদ্ধ বন্ধে ইসরাইলের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে ব্যর্থতা পরিচয় দিচ্ছে আরব বিশ্বের দেশগুলো। ফিলিস্তিনি জনগণের মর্মন্তুদ পরিস্থিতিতে তারা বিবৃতি এবং আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।  বিশেষ করে সৌদি আরবের ভূমিকা মুসলিম বিশ্বের কাছে বরাবরই হতাশজনক।

গত ১ বছরে ইসরাইলি নিষ্ঠুরতায় নিহত হয়েছে প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখেরও বেশি। অন্যদিকে লেবাননে প্রাণ হারিয়েছে কমপক্ষে আড়াই হাজারেরও বেশি।

মানবিক সহায়তার চেয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনে সবচেয়ে বড় ভূমিকা এবং উদ্যোগ প্রয়োজন আরব বিশ্বের দেশগুলোর। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ইসরাইলের নৃশংস আগ্রাসন থামাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। কিন্তু এ নিয়ে কোনো উদ্যোগ নেই আরব দেশগুলোর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম