Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লাহর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০২:৪৫ পিএম

ইসরাইলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লাহর

ইরানপন্থি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করেছে, তেল আবিব শহরতলির কাছে ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে তারা।  রাতে দক্ষিণ বৈরুত থেকে এই রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ‘তেল আবিবের কাঝে একটি রকেট উৎক্ষেপণ করা হয়েছে।  যা তেল আবিবের কাছে সামরিক গোয়েন্দা ইউনিট গ্লিলোট ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়’।

বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

এতে আরো বলা হয়, ‘জায়নবাদী শত্রু দ্বারা সংঘটিত হামলা এবং গণহত্যার প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালানো হয়’ ।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্বীকার করেছে, তারা লেবানন থেকে তেল আবিবের দিকে ছোড়া দুটি দূরপাল্লার রকেট সফলভাবে বাধা দিয়েছে। তবে শ্রাপনেল থেকে কিছু ক্ষতির খবর পাওয়া গেছে।

এ দিকে ইসরাইল সফরে গিয়ে গাজায় যুদ্ধবিরতি এবং লেবাননে সংঘাত নিরসনে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্গেন। গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হলে, হামাসের পক্ষে নিয়ে ইসরাইলে হামলা চালায় হিজবুল্লাহ।  

এতোদিন সীমান্ত সংঘর্ষ হলেও গত মাস থেকে দুই পক্ষের লড়াই তীব্র হয়েছে।  এর মধ্যে বিমান হামলার পাশাপাশি লেবাননে ঢুকে স্থল অভিযানও চালাচ্ছে ইসরাইল।  সাম্প্রতিক এসব হামলায় একাধিক শীর্ষ কমাণ্ডারসহ হিজবুল্লাহ তাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হারিয়েছে। এমনকি সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকেও হত্যা করেছে ইসরাইল।

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম