অমিত শাহকে তসলিমার টুইট, ভারতে থাকার ছাড়পত্র পেলেন লেখিকা?
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পিএম
![অমিত শাহকে তসলিমার টুইট, ভারতে থাকার ছাড়পত্র পেলেন লেখিকা?](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/22/Untitled-12-6717c7e2dc694.jpg)
ভারতে থাকার অনুমতিপত্রের মেয়াদ বাড়াতে কেন্দ্রের কাছে বারবার আবেদন করে সাড়া পাননি তসলিমা নাসরিন। অবশেষে অমিত শাহকে টুইট করেন সমাদৃত এই লেখিকা। এরপরই এলো বিশেষ বার্তা।
তসলিমা নাসরিনের জন্ম বাংলাদেশে। ১৯৯৩ সালে তার বিরুদ্ধে ফতোয়া জারি হয়। সেই সময় কট্টরপন্থি ইসলামিদের ভয়ে তিনি নিজের দেশ ছেড়েছিলেন। এরপর থেকেই তিনি রেসিডেন্স পারমিট নিয়ে ৩০ বছর ধরে ভারতে থাকছেন। তবে নাগরিকত্ব পাননি।
ভারতে থাকার অনুমতিপত্রের পুনর্নবীকরণের জন্য অমিত শাহকে একটি পোস্ট লেখেন তসলিমা। ওই দিনই লেখিকা রি-টুইট করে শাহকে ‘ধন্যবাদ’ জানান, যেটি অর্থবহ।
২১ অক্টোবর অমিত শাহর উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে তসলিমা নাসরিন লেখেন- সম্মানীয় অমিত শাহ, নমস্কার। আমি ভারতে থাকি কারণ আমি এই দেশটাকে ভীষণ ভালোবাসি। গত ২০ বছর ধরে এটা আমার দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে। কিন্তু আমার রেসিডেন্সি পারমিট এক্সটেন্ড করা হচ্ছে না সেই ২০২২ সালের জুলাই থেকে। আমি খুব চিন্তায় আছি। আমি ভীষণ কৃতজ্ঞ থাকব যদি আপনি এই দেশে আমায় থাকতে দেন। প্রণাম নেবেন।
এই পোস্ট করার পর অনেকেই তার হয়ে সেই পোস্টের কমেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন যে তসলিমাকে এই দেশে থাকতে দেওয়া হোক। এরপর ছাড়পত্র পাওয়ার বিষয়ে সরাসরি কিছু না লিখলেও তসলিমার পরবর্তী পোস্ট তেমনটাই ইঙ্গিত করছে।
শেখ হাসিনার সরকার পতনের পর বর্তমানে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে কট্টরপন্থি ইসলামিরা আবার প্রবলভাবে সক্রিয় হয়ে উঠেছে। তসলিমা নিজে সেই বিষয়ে লাগাতার পোস্ট করছেন। এমন পরিস্থিতিতে তার ভারতে থাকার মেয়াদ শেষ হতেই উদ্বিগ্ন হয়ে ওঠেন লেখিকা।