Logo
Logo
×

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ইসরাইলের ৫৩ সেনা আহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৪:৫২ পিএম

২৪ ঘণ্টায় ইসরাইলের ৫৩ সেনা আহত

দখলদার ইসরাইলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব সংগঠনের হামলায় ইসরাইলের অন্তত ৫৩ জন সেনা আহত হয়েছে। যার মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। 

রোববার ইসরাইলের বর্বর সামরিক বাহিনী (আইডিএফ) এসব হামলা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। 

এদিকে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় আক্কা, শ্লোমি এবং হাইফা শহরে ১৭ জন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। 

এছাড়াও রোববার ইসরাইলের সাতটি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। 

পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা শনিবারও ইসরাইলি সামরিক বাহিনীর একটি মারকাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালায়। এতে ট্যাংকটি ধ্বংস হয় এবং নিশ্চিতভাবে ইসরাইলি সেনা হতাহত হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের কয়েকটি জায়গা দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধারা তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিরোধের মুখে ইসরাইলি সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। সূত্র: তাসনিম নিউজ

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম