Logo
Logo
×

আন্তর্জাতিক

মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১১:২২ এএম

মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন

মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন

মস্কোসহ রাশিয়ার পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাত থেকে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন।

রোববার ভোরে রাশিয়ার আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে এ সব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর আরব নিউজের।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, রুশ বিমান-প্রতিরক্ষা ইউনিটগুলো মস্কোর দিকে উড়ে যাওয়া একটি ড্রোন ধ্বংস করেছে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, মস্কো অঞ্চলের রামেনস্কি জেলায় যেখানে ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে আছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার লিপেটস্ক অঞ্চলে বেশ কয়েকটি স্থানে আগুন ধরে গেছে বলে ওই অঞ্চলের গভর্নর টেলিগ্রামে বলেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, এর কয়েক ঘণ্টা আগে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছিলেন, ইউক্রেনের বিমান-প্রতিরক্ষা ইউনিটগুলো রাশিয়ার নতুন বিমান হামলা প্রতিহত করার চেষ্টা করছে। আপনারা নিরাপদ আশ্রয়ে থাকুন।

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্ক এবং ওরিওল অঞ্চলের গভর্নররাও জানিয়েছেন, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সেখানে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। তবে, ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিয়েভ অতীতে প্রায়শই বলেছে যে, রাশিয়ায় তাদের হামলা হচ্ছে ইউক্রেনে মস্কোর অব্যাহত বিমান হামলার প্রতিক্রিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম