Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে জাতিসংঘ মহাসচিবের ওপর ক্ষেপলেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পিএম

যে কারণে জাতিসংঘ মহাসচিবের ওপর ক্ষেপলেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে আগেই ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।  আরও একবার গুতেরেসের ওপর ক্ষোভ প্রকাশ করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।

অ্যান্তোনিও গুতেরেসকে তিনি ‘চরম ইসরাইলবিরোধী ও ইহুদিবিরোধী এজেন্ডা পরিচালনাকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের

তিনি বলেন, সন্ত্রাসী ইয়াহিয়া সিনওয়ারকে নির্মূল করেছে ইসরাইল। অথচ গুতেরেস এতে স্বাগত জানাননি। তিনি ৭ অক্টোবর ইসরাইলের হামলার পরও হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে তিনি অস্বীকার করেছিলেন।

ইসরাইলের এই পররাষ্ট্রমন্ত্রী এক্স-এ একটি পোস্টে লিখেছেন, আমরা আরেকবার নিশ্চিত করছি যে, তিনি এখনো ইসরাইলে ‘অবাঞ্ছিত’। তার ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

গত ২ অক্টোবর কাৎজ জানান, গুতেরেসকে ইসরাইলে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হচ্ছে বা প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে কারণ তিনি আগের রাতে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ‘দ্ব্যর্থহীন’ নিন্দা করেননি।

ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলার পর গুতেরেস ‘মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তৃত হওয়া, একের পর এক উত্তেজনা বৃদ্ধি’র নিন্দা জানিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছিলেন। এ ব্যাপারে কাৎজ বলেছিলেন, ‘এটি যথেষ্ট নয়।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা অনেক নেতা ইসরাইলকে বাহবা দিলেও জাতিসংঘ মহাসচিব তা করেননি। তাই তার প্রতি ক্ষিপ্ত হয়েছেন ইসরাইলের এ পররাষ্ট্রমন্ত্রী। 

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম