লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ৫ ইসরাইলি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৯:১৬ এএম
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় তাদের পাঁচ সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মেজর, একজন ক্যাপ্টেন এবং অন্য তিন জন স্টাফ সার্জেন্ট পদধারী ছিলেন।
শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
নিহত পাঁচ সেনারা হলেন- মেজর ওফেক বাচার, ক্যাপ্টেন ইলাদ সিমান টভ, স্টাফ সার্জেন্ট ইলিয়াশিভ ইতান উইডার, স্টাফ সার্জেন্ট ইয়াকভ হিলেল, এবং স্টাফ সার্জেন্ট ইহুদাহ ডর ইয়াহালোম।
বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ওই লড়াইয়ের সময় একজন অফিসার এবং দুই অতিরিক্ত সেনা গুরুতর আহত হয়েছেন। আহত সেনাদের একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।
হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে ইসরাইলি বাহিনী ১ অক্টোবর ইসরাইলের উত্তর সীমান্ত জুড়ে একটি অনুপ্রবেশ শুরু করার পর দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হাসাসকে সমর্থন দিয়ে ইসরাইলে মাঝে মাঝে হামলা করতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত মাসের মাঝামাঝি সময় থেকে হিজবুল্লাহ দমনে লেবাননে জোরালো অভিযান শুরু করেছে ইসরাইল।