ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিতে আরব লীগকে আহ্বান এরদোগানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:২৬ পিএম
আহমেদ আবুল ঘেইতের সঙ্গে বৈঠক এরদোগানের
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্যই এখন উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে বুধবার আঙ্কারায় আরব লীগের মহাসচিবের সঙ্গে বৈঠক করে এই আহ্বান জানান এরদোগান।
বৈঠকের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেট জানিয়েছে, এরদোগান এবং আহমেদ আবুল ঘেইত লেবাননে ইসরাইলের হামলাসহ বৈশ্বিক এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। যেখানে প্রেসিডেন্ট আরব লীগ প্রধানকে বলেছেন, ইসরাইল এই অঞ্চলে সংঘাতের শিখা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ তারা ফিলিস্তিনিদের জমি দখল করে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করতে চায়। তুরস্ক ইসরাইলকে তার অপরাধের জন্য দায়বদ্ধ রাখার উদ্যোগ অব্যাহত রেখেছে। তেল আবিবের উপর চাপ বাড়াতে ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞার গুরুত্বও তুলে ধরেছেন এরদোগান।
এরদোগান আবুল ঘেইতকে আরও বলেন যে সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ায় উত্তেজনা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তুর্কি এই দেশগুলিতে শান্তি ও স্থিতিশীলতা চায়। এছাড়াও গাজায় ইসরাইলের নৃশংস আক্রমণের তীব্র সমালোচনা করেন এরদোগান। সেই সঙ্গে লেবাননে ইসরাইলের ক্রমাগত আক্রমণ এবং ইরানের প্রতিশোধের সঙ্গে সংঘাতের সম্ভাব্য আঞ্চলিক উত্তেজনা সম্পর্কেও সতর্ক করেন তিনি।
নেতানিয়াহুর প্রশাসন আগামীতে তুরস্ককেও টার্গেট করতে পারে বলে সর্তক করে এরদোগান বলেন, ‘ইসরাইলি প্রশাসন, যারা ‘প্রতিশ্রুত ভূমি’-এর প্রতারণার উপর কাজ করে, ফিলিস্তিন এবং লেবাননের পরে আমাদের মাতৃভূমিতে তার দৃষ্টিপাত করবে।’