Logo
Logo
×

আন্তর্জাতিক

১ জানুয়ারি পর্যন্ত আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দিল্লি সরকারের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পিএম

১ জানুয়ারি পর্যন্ত আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দিল্লি সরকারের

ভারতের রাজধানী শহরে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধির আশঙ্কায় আতশবাজির উৎপাদন, মজুদ, বিক্রয় এবং ব্যবহার অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞাটি ১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। 

সোমবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এ ঘোষণা দেন এবং শহরের বাসিন্দাদের বায়ু দূষণ রোধে সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানান।

এক টুইট বার্তায় রাই বলেন, শীতকালে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আজ থেকে ১ জানুয়ারি পর্যন্ত আতশবাজির উৎপাদন, মজুদ, বিক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দিল্লি সরকার এই নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশ জারি করেছে এবং আমরা দিল্লিবাসীর সহযোগিতা কামনা করছি।

পরে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি (DPCC) নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে। এই নিষেধাজ্ঞা সব ধরণের আতশবাজির ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি অনলাইন বিক্রয়ের ক্ষেত্রেও। 

দিল্লিতে শীতকালে দূষণের মাত্রা বৃদ্ধি পায় সাধারণত ধান কাটার পর খড় পোড়ানো, কম বায়ু প্রবাহ এবং অন্যান্য মৌসুমী কার্যক্রমের কারণে, যা এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য।

নির্দেশ অনুযায়ী, দিল্লি পুলিশকে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটিতে (DPCC) জমা দিতে হবে। 

যদি কেউ এই আদেশ লঙ্ঘন করে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সূত্র: ডিএনএ ইন্ডিয়া

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম