Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি সেনাক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলা, নিহত ৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ এএম

ইসরাইলি সেনাক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলা, নিহত ৪

ইসরাইলি সেনাক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলা, নিহত ৩

ইসরাইলের হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় দেশটির সেনাবাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলায় নিহত হয়েছেন চারজন। এছাড়াও আহত হয়েছেনে আরও ৩৯ জন। 

রোববার (১৩ অক্টোবর) হিজবুল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

হিজবুল্লাহর ওই বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় হাইফার বেনইয়ামিনায় ইসরাইলি সামরিক ক্যাম্পে হামলা চালানো হয়েছে।

ওই এলাকাটি ইসরাইল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে।

ইসরাইলের সামরিক রেডিওতে হিজবুল্লাহর ড্রোন হামলায় চারজন নিহত হওয়ার খবর প্রচার করা হয়েছে। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, আহতের সংখ্যা ৩৯।

যদিও পরবর্তীতে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত ৬৭ জন।

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম