Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশের জন্য ভারতকে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে: আরএসএস প্রধান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ পিএম

বাংলাদেশের জন্য ভারতকে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে: আরএসএস প্রধান

বাংলাদেশের জন্য ভারতকে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। 

শনিবার মহারাষ্ট্রের নাগপুর শহরে অনুষ্ঠিত বার্ষিক বিজয়া দশমীর র‍্যালিতে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। 

তার ভাষ্যমতে, বিগত কয়েক বছরে ভারত আরও শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও দেশটির সম্মান বেড়েছে। তবে একই সঙ্গে চতুর্দিক থেকে ভারতকে অস্থিতিশীল করার প্রয়াস বাড়ছে।

আরএসএস প্রধান বলেন, প্রতিবেশী বাংলাদেশে এমন একটি বয়ান প্রচার করা হচ্ছে, যেখানে ভারতকে দেশটির জন্য একটি হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে। ওই বয়ানে আরও বলা হচ্ছে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষার প্রয়োজন রয়েছে। এ জন্য দেশটিতে পাকিস্তানের সঙ্গে হাত মেলানো উচিত।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে মোহন ভাগবত বলেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুরা বিপদ ঘাড়ে নিয়ে ঘুরছেন। নিজেদের রক্ষার জন্য দেশটির হিন্দুরা এখন এগিয়ে এসেছেন। যারা মানবতা ও সম্প্রীতির পক্ষে তাদের, বিশেষ করে ভারত সরকার এবং বিশ্বের সব প্রান্তের হিন্দুদের সহায়তার প্রয়োজন পড়বে তাদের।

মোহন ভাগবত আরও বলেন, এ কারণেই বাংলাদেশের ভারতে অনুপ্রবেশ এবং এ কারণে ভারতের জনসংখ্যায় যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, তা সাধারণ মানুষের (ভারতের) কাছেও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম