বন্দিদের মুক্তির জন্য পোপের সাহায্য চাইলেন জেলেনস্কি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পিএম
![বন্দিদের মুক্তির জন্য পোপের সাহায্য চাইলেন জেলেনস্কি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/11/Zelenskiy-seeks-pope-670955d747442.jpg)
রাশিয়ায় আটক ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মুক্তির জন্য পোপ ফ্রান্সিসের সাহায্য চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ভ্যাটিকানে পোপের সঙ্গে এক বৈঠকে তিনি এ সাহায্য চান।
জেলেনস্কি চলমান যুদ্ধের জন্য তার প্রস্তাবিত ‘বিজয় পরিকল্পনা’ নিয়ে আলোচনা করতে সম্প্রতি ইউরোপের বিভিন্ন রাজধানী সফর করছেন। তারই অংশ হিসেবে তিনি শুক্রবার ভ্যাটিকান সফর করেন।
এ সময় পোপ ফ্রান্সিসকে চলতি মাসের শেষের দিকে কানাডায় অনুষ্ঠিতব্য একটি যুদ্ধবন্দি সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
এ বিষয়ে জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমরা আশা করি রাশিয়ায় বন্দি ইউক্রেনীয়দের ফিরিয়ে আনতে পোপ ফ্রান্সিস আমাদের সহায়তা করবেন’। দুজনের মধ্যকার ৩৫ মিনিটের কথোপকথনে এটাই প্রধান বিষয় ছিল বলেও উল্লেখ করেন তিনি।
যদিও এ এ বিষয়ে পোপের দপ্তর থেকে কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি। তবে ভ্যাটিকানের প্রধান কূটনীতিকের সঙ্গে জেলেনস্কির পরবর্তী বৈঠকে যুদ্ধের অবস্থা এবং তা শেষ করার উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এই বৈঠকটি ছিল গত চার মাসের মধ্যে জেলেনস্কি ও পোপের মধ্যে দ্বিতীয় সরাসরি বৈঠক। এর আগে উভয়ে ইতালির দক্ষিণে একটি জি-৭ সম্মেলনে সাক্ষাৎ করেছিলেন।
শুক্রবারের বৈঠক শেষে পোপ জেলেনস্কিকে একটি ব্রোঞ্জের শিল্পকর্ম উপহার দেন। যেখানে একটি পাখির পাশে একটি ফুল ফুটে উঠতে দেখা যায় এবং তাতে খোদিত করে লেখ ছিল ‘শান্তি একটি ভঙ্গুর ফুল’ বাক্যটি। জেলেনস্কিও পোপকে একটি তৈলচিত্র উপহার দেন, যেখানে বুচা শহরের ধ্বংসাবশেষের মধ্যে একটি শিশুকে চিত্রিত করা হয়েছে।
বুচা শহরটি ২০২২ সালের বসন্তে ৩৩ দিনের জন্য রাশিয়ার দখলে ছিল।
ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো রুশ বাহিনীকে বুচায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে, যা মস্কো অস্বীকার করে।
পশ্চিমা কর্মকর্তারা এবং জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে এবং ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ভারসাম্য পরিবর্তনের জন্য আরও সমর্থন চাইছে। যাতে তারা শান্তি আলোচনার জন্য শক্তিশালী অবস্থানে থাকতে পারে। সূত্র: রয়টার্স