Logo
Logo
×

আন্তর্জাতিক

দোনেৎস্কের ওস্ত্রোভস্কয়ে দখলে নিল রুশ বাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ পিএম

দোনেৎস্কের ওস্ত্রোভস্কয়ে দখলে নিল রুশ বাহিনী

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দোনেৎস্কের ওস্ত্রোভস্কয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রুশ মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউগ (Yug) ব্যাটলগ্রুপের সুনির্দিষ্ট পদক্ষেপের ফলে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের জেলানোয়ে ভিতোরয়ে এবং ওস্ত্রোভস্কয়েকে মুক্ত করা হয়েছে।

এই ব্যাটলগ্রুপের সৈন্যরা ইউক্রেনের পাঁচটি ভিন্ন মেকানাইজড ব্রিগেড, একটি মোটরচালিত পদাতিক ব্রিগেড, দুটি পদাতিক ব্রিগেড, একটি আক্রমণ ব্রিগেড, একটি মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেড, একটি এয়ার অ্যাসল্ট ব্রিগেড, দুটি এয়ারমোবাইল ব্রিগেড, একটি টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেড এবং দুটি ন্যাশনাল গার্ডের ব্রিগেডকে পরাজিত করেছে।

সেনারা ইউক্রেনের আক্রমণকারী ইউনিটের ২২টি পাল্টা আক্রমণও প্রতিহত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র: মেহের নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম