Logo
Logo
×

আন্তর্জাতিক

সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ডাক জাপানের প্রধানমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম

সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ডাক জাপানের প্রধানমন্ত্রীর

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আসন্ন সাধারণ নির্বাচনের ক্ষেত্র তৈরির লক্ষ্যে বুধবার আনুষ্ঠানিকভাবে সংসদের নিন্মকক্ষ ভেঙে দিয়েছেন।

আগামী ২৬ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৫ অক্টোবর থেকে এর প্রচারণা শুরু হবে। বুধবার এএফপির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। 

ইশিবা ২৭ সেপ্টেম্বর ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট নির্বাচনে জয়ল্লাভ করেন এবং ১ অক্টোবর এলডিপি-নেতৃত্বাধীন জোট নিয়ন্ত্রিত সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 

জাপানের যুদ্ধোত্তর ইতিহাসে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করার পট সবচেয়ে কম সময় সংসদের নিন্মকক্ষ ভেঙে দিলেন ইশিবা। ২০২৩ সালের শেষের দিকে এলডিপির রাজনৈতিক তহবিল কেলেঙ্কারি প্রকাশের পর আসন্ন সাধারণ নির্বাচন হবে পঞ্চম।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম