যে কারণে আলবেনিয়া ও সার্বিয়া সফরে যাচ্ছেন এরদোগান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০১:০৮ পিএম
যে কারণে আলবেনিয়া ও সার্বিয়া সফরে যাচ্ছেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আজ আলবেনিয়া এবং সার্বিয়ায় দুদিনের সফরে যাচ্ছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির যোগাযোগ অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। খবর ডেইলি সাবাহর।
প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে এরদোগান দুদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করবেন এবং সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করবেন। এরদোগান উভয় দেশের উচ্চপর্যায়ের সহযোগিতা পরিষদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করবেন।
এরদোগান আলবেনিয়াতে তিরান মসজিদ উদ্বোধন করবেন, যা বলকানের বৃহত্তম মসজিদ। তুস্কের অর্থায়নে নির্মাণ করা হয়েছে এই মসজিদ। বেলগ্রেডে তিনি সার্বিয়ার প্রতিপক্ষ আলেকসান্ডার ভুসিকের সঙ্গে একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন।
এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন, বলকান অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং গাজা ও লেবাননে ইসরাইলের হামলাসহ বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করবেন।