মধ্যপ্রাচ্যে সিরিজ বৈঠক, কী কথা হলো সৌদি যুবরাজ ও আরাগচির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১২:০৭ পিএম
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে সিরিজ বৈঠক চালিয়ে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতার, লেবানন এবং সিরিয়া সফরের পর এবার সৌদি আরব সফরে গেছেন তিনি। সৌদি সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও দেখা করেছেন ইরানের শীর্ষ এই কূটনীতিক।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে তেহরানের সাথে রাজনৈতিক সম্পর্ক উন্নতি হয়েছে। যা আঞ্চলিক উত্তেজনা কমাতে সাহায্য করেছে। তবে রয়টার্স বলছে, দুই দেশের মধ্যে কিন্তু এখনো সম্পর্ক কঠিন রয়ে গেছে।
আরাগচির সৌদি সফর নিয়ে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী তার সফরে দ্বিপাক্ষিক বিষয়, লেবানন এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে আরাগচি বলেন, ‘ইহুদিবাদী ইসরাইল পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য বর্তমানে যে চ্যালেঞ্জিং সময় পার করছে তা থেকে উত্তরণের জন্য দূরদর্শিতা, গভীর জ্ঞান, সাহস এবং সহযোগিতা প্রয়োজন’।
ইসরাইলের চলমান রক্তক্ষয়ী আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সতর্ক করেন তিনি।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন প্রতিক্রিয়া দেখানোর অপেক্ষায় রয়েছে ইসরাইল। এমন আবহে বেশ সতর্ক অবস্থানে রয়েছে ইরান।
এদিকে তেহরান উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর উদ্দেশে তেহরান বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো দেশ আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলে এটি অগ্রহণযোগ্য হবে। এই জাতীয় পদক্ষেপের প্রতিক্রিয়া হবে বলে একইসঙ্গে সতর্ক করে দেয়।
এর আগে বুধবার ইরানি পররাষ্টমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকে বসেন সফররত ইরানি দূত। বৈঠকে সৌদি-ইরান সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নতির উপায় নিয়ে আলোচনা হয়। দুই কর্মকর্তা এ অঞ্চলের উন্নয়ন এবং তাদের বিষয়ে করা প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন। আরাগচির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন সৌদি পররাষ্টমন্ত্রী।
এরইমধ্যে সৌদি সফর শেষে আবারও কাতারে গিয়েছেন ইরানি পররাষ্টমন্ত্রী। বুধবার মেহর নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে সৌদি আরবের রাজধানী সফর ও উচ্চপদস্থ সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কাতার গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।