Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশ, মাথাপিছু আয় কত?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১০ পিএম

বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশ, মাথাপিছু আয় কত?

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনগুলো? মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলতি অক্টোবর মাসের হিসাব অনুযায়ী মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশ হলো-

১. লুক্সেমবার্গ

মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের সবচেয়ে ধনী ইউরোপের দেশ লুক্সেমবার্গ। এ দেশের মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৪৩ হাজার ৭৪০ মার্কিন ডলার।

২. ম্যাকাও

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও। এর মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৪ হাজার ১৪০ মার্কিন ডলার।

৩. আয়ারল্যান্ড

ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার।

৪. সিঙ্গাপুর

এশিয়ার দেশ সিঙ্গাপুর। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৭৪০ মার্কিন ডলার।

৫. কাতার

তালিকার পঞ্চমে রয়েছে এশিয়ার দেশ কাতার। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ১২ হাজার ২৮০ মার্কিন ডলার।

৬. সংযুক্ত আরব আমিরাত

বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় ষষ্ঠ এশিয়ার দেশ সংযুক্ত আরব আমিরাত। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯৬ হাজার ৮৫০ মার্কিন ডলার।

৭. সুইজারল্যান্ড

ইউরোপের দেশ সুইজারল্যান্ড ধনী দেশের তালিকায় রয়েছে। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯১ হাজার ৯৩০ মার্কিন ডলার।

৮. সান মারিনো

সান মারিনো ইউরোপের দেশ। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৬ হাজার ৯৯০ মার্কিন ডলার।

৯. যুক্তরাষ্ট্র

উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৫ হাজার ৩৭০ মার্কিন ডলার।

১০. নরওয়ে

ইউরোপের দেশ নরওয়ে। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮২ হাজার ৮৩০ মার্কিন ডলার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম