Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে হামলার বিষয়ে বাইডেনের সঙ্গে কথা বলবেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০১:৩২ পিএম

ইরানে হামলার বিষয়ে বাইডেনের সঙ্গে কথা বলবেন নেতানিয়াহু

ইসরাইলের অভ্যন্তরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি তেল আবিব।  তবে ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরাইল। অন্যদিকে ইরানও জানিয়ে রেখেছে, হামলা হলে পাল্টা প্রতিক্রিয়া হবে আরো কঠোর।

ইরানে হামলার নীতি ঠিক করতে ওয়াশিংটনের সঙ্গ নিবিড়ভাবে কাজ করছে ইসরাইল।  তারই ধারাবাহিকতায় ইরানে হামলার বিষয়ে আজ ফোনালাপে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (৯ অক্টোবর) এক প্রতিবেদন করেছে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। 

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘আমরা চাই, এই ফোনকলের মাধ্যমে ইসরাইলি প্রতিশোধের মাত্রা নির্ধারিত হোক।’

ওই কর্মকর্তার আরও জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করলেও কোনও বাড়াবাড়ি করবে না ইসরাইল, যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চায়। 

অবশ্য এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউজ।

পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় অনেক ধারণা করছেন ইরানের পরমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরাইল।  তবে বাইডেন ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, ইরানের পারমাণবিক কোনো কেন্দ্র হামলায় সমর্থন নেই তার।  এর বদলে মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের সামরিক বাহিনীর শীর্ষনেতাদের বিরুদ্ধে অভিযান, তেলশোধনাগারে হামলায় পক্ষে সায় দিচ্ছেন তিনি।

তবে বাইডেনের সঙ্গে একমত নন আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ইসরাইলের হামলার ফলে এবার ট্রাম্প চান, ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালানো হোক। 

পরিস্থিতি পরে যাই হোক না কেন, ট্রাম্প মনে করেন, ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় তেল আবিবের হামলা চালানো উচিত।

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে বাইডেনের কঠোর সমালোচনাও করেন ট্রাম্প।

সম্প্রতি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের এক নির্বাচনি প্রচারণা সাংবাদিকদের প্রশ্নে জবাবে ট্রাম্প বলেন, ‘তারা (সাংবাদিকেরা) তাকে (বাইডেন) জিজ্ঞেস করেছিলেন, ইরানের বিষয়ে আপনি কী ভাবছেন, আপনি কি ইরানে (পারমাণবিক স্থাপনায়) আঘাত হানতে চান? আর তিনি বললেন, তক্ষণ পর্যন্ত (ইসরাইলের) পারমাণবিক স্থাপনায় (ইরান) হামলা না চালাচ্ছে। এর মানে আপনি (বাইডেন) হামলা চালাতে চান, তাই নয় কি?’

ট্রাম্প আরও বলেন, ‘যখন তারা তাকে (বাইডেন) এ প্রশ্ন করেছিল, তখন উত্তরটা হওয়া উচিত ছিল, আগে পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে।’


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম