Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার নাসরুল্লাহর উত্তরসূরিকে হত্যার দাবি ইসরাইলের

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম

এবার নাসরুল্লাহর উত্তরসূরিকে হত্যার দাবি ইসরাইলের

বৈরুতের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চালানো ভারি বিমান হামলায় হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।

শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইসরাইলি বিমান বাহিনীর এ হামলাটি হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে সেখানে কারা উপস্থিত ছিলেন তা জানায়নি আইডিএফ।

এর আগে লেবাননের নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, বৈরুতের ওই বাংকারে বিমান হামলার পর থেকে হাশেম সাফিয়েদ্দিনের সঙ্গে আর ‘যোগাযোগ’ করা যাচ্ছে না। বর্তমানে তার সঙ্গে সব ধরনের ‘যোগাযোগ বিচ্ছিন্ন’।  

হিজবুল্লাহ নেতা হাশেম সাফিয়েদ্দিনকে মূলত হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। 

ইসরাইলি বাহিনী বৈরুতের দক্ষিণ উপশহরে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে বলে মনে করা হয়।

লেবাননে চলমান ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন কয়েক হাজার। সূত্র: টাইমস অব ইসরাইল

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম