Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষ অব্যাহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:১২ পিএম

লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষ অব্যাহত

লেবানন সীমান্তে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষ এখনও চলমান। যেখান থেকে উত্তরের দখলকৃত ফিলিস্তিনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

শনিবার ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবাননের আদাইসেহ পৌরসভার চত্বরে প্রবেশের চেষ্টা করা ইসরাইলি সেনাদের প্রতিরোধ করেছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা কফর ইউভাল এবং কফর গিলাদি এলাকায় ইসরাইলি বাহিনীর সমাবেশে এবং সামরিক বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

এদিকে ইসরাইলি বাহিনীও লেবানন-সিরিয়া সীমান্ত ক্রসিং এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, ফিলিস্তিন, ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং হামাসসহ গাজার প্রতিরোধ বাহিনীগুলোর ওপর থেকে চাপ কমাতে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে।

এরই জেরে ইসরাইল চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে, যা এখনও চলছে।

ইসরাইলি হামলার প্রেক্ষিতে হিজবুল্লাহ গত ২৮ সেপ্টেম্বর তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদতের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও প্রতিদিনই বহু সংখ্যক মানুষ নিহত হচ্ছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা শনিবার দাহিয়েহ এলাকায় ইসরাইলের ১২টি বড় হামলার খবর জানিয়েছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনের ফলে লেবাননে ১২ শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজার হাজার মানুষ আহত হয়েছে। সূত্র: ইরনা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম