Logo
Logo
×

আন্তর্জাতিক

কঙ্গোতে নৌকাডুবে ৭৮ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৫:০৫ পিএম

কঙ্গোতে নৌকাডুবে ৭৮ জনের মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিভু হ্রদে নৌকা ডুবে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ কিভু প্রদেশের মিনোভা শহর থেকে আসা নৌকাটি উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমার উপকণ্ঠে কিতুকু বন্দরের কাছে ডুবে যায়। খবর দ্য গার্ডিয়ানের

দেশটির প্রাদেশিক সরকার জানায়, নৌকায় ২৭৮ জন যাত্রী ছিলেন। উদ্ধার হওয়া ৭৮টি মৃতদেহ গোমার জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিতুকু বন্দরের কর্মীরা জানান, অনেক বেশি ঢেউ থাকায় বন্দর থেকে প্রায় ৭০০ মিটার দূরে ডুবে যায় নৌকাটি। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত স্বজনদের পাওয়ার আশায় কিতুকু বন্দরে অনেককে অপেক্ষা করতে দেখা যায়।

সশস্ত্র গোষ্ঠী এবং ডিআরসি সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের কারণে গোমা ও মিনোভার সংযোগ সড়কগুলো কয়েক মাস ধরে বিচ্ছিন্ন। এ কারণে নৌপথের ওপর বেশি চাপ পড়তে থাকে। তীব্র বাতাস ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে কিভু হ্রদে প্রায়ই নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম