Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবানন অভিযানে আরো সেনা পাঠাচ্ছে ইসরাইল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পিএম

লেবানন অভিযানে আরো সেনা পাঠাচ্ছে ইসরাইল

লেবাননের দক্ষিণ এলাকায় স্থল অভিযানে আরো সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, সীমিত, স্থানীয় আর হিজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো ওই অভিযানে আরো সৈন্য পাঠানো হচ্ছে।

অন্যদিকে লেবানন সীমান্তের ২৫টি গ্রাম থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে আইডিএফ।

এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল যে, দক্ষিণ লেবানন সীমান্তের একটি গ্রামে ইসরাইলি একটি অভিযান তারা ঠেকিয়ে দিয়েছে। এই দাবির বিষয়ে কোন মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

বৈরুত থেকে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন, ইসরাইলি বিমান হামলার কারণে বৈরুতজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম