Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

ভারতের অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর এক আদালত। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 

কর্নাটকের ‘জনাধিকার সংঘর্ষ সংগঠন’-এর পক্ষে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি ওই অভিযোগ করেছেন। শনিবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এমন নির্দেশ দিল আদালত।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নির্মলার ইস্তফা দাবি করেছেন। জানা গেছে, অভিযোগ কেবল নির্মলার বিরুদ্ধে নয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কর্নাটকের বিজেপি নেতা নলীনকুমার কাতিল ও বি ওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আদর্শ। 

তার অভিযোগ, কর্পোরেট সংস্থাগুলোকে কোটি কোটি টাকার ইলেক্টোরাল বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল ইডি দিয়ে তল্লাশি চালানোর চাপ দিয়ে, বিজেপির জাতীয় ও রাজ্যের নেতারা এতে জড়িত। আর সেই সঙ্গেই তিনি অভিযুক্ত করেছেন নির্মলাসহ বিজেপি শিবিরের নেতানেত্রীদের।

এদিকে, ওই অভিযোগ ওঠার পর ময়দানে নেমেছে বিজেপি। বিজেপির দাবি, এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনী বন্ড একটি নীতিগত বিষয়, অপরাধমূলক নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম