Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী কূটনীতি অনুসরণ, যা বললেন ইরানি প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

বিশ্বব্যাপী কূটনীতি অনুসরণ, যা বললেন ইরানি প্রেসিডেন্ট

ইরান সরকার বিশ্বজুড়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করছে, যা পশ্চিম থেকে পূর্বে, নিউইয়র্ক থেকে সমরকন্দ পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরের শেষে পেজেশকিয়ান এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এ কথা জানান। 

যুক্তরাষ্ট্র সফরে ইরানি প্রেসিডেন্ট নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন এবং বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে পৃথক বৈঠক করেন। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন এবং জাতিসংঘের কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত রেখেছেন।

মাসুদ পেজেশকিয়ান বলেন, নিউইয়র্কে তার এবং পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকগুলোর পাশাপাশি অর্থমন্ত্রীও উজবেকিস্তানে এশীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও ‘আগামী কয়েকদিনে ইরানের ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান এবং আর্মেনিয়া সফর করবেন’ বলেও উল্লেখ করেন তিনি।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান সরকার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কূটনীতির জন্য কাজ করছে। 

‘জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা পূর্ব এবং পশ্চিম- উভয়ের সঙ্গেই সম্পর্ক স্থাপন করব’, যোগ করেন ইরানি প্রেসিডেন্ট। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম