Logo
Logo
×

আন্তর্জাতিক

জেলেনস্কির শান্তি পরিকল্পনা ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

জেলেনস্কির শান্তি পরিকল্পনা ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনবে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে একটি ‘মারাত্মক ভুল’ বলে অভিহিত করেছে ক্রেমলিন, যা কিয়েভের জন্য ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনতে পারে। 

বুধবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া শান্তি চায়, তবে শান্তি জোর করে চাপিয়ে দেওয়া সম্ভব নয়।

পেসকভের এমন মন্তব্যের আগে, জেলেনস্কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) বলেন যে, কেবল আলোচনা করেই যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়, বরং মস্কোকে যুদ্ধ শেষ করতে বাধ্য করতে হবে।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান এ সংঘাতের মধ্যে, উভয় পক্ষের এ অবস্থান শান্তি আলোচনার ভবিষ্যৎকে আরও অনিশ্চিতার মধ্যে ঠেলে দিয়েছে। সূত্র: আল-জাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম