বয়স্ক ভাতার জন্য ৮০ বছরের বৃদ্ধার ২ কিলোমিটার হামাগুড়ি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
বয়স্ক ভাতা তুলতে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ২ কিলোমিটার রাস্তা হামাগুড়ি দিয়ে পঞ্চায়েত অফিসে যেতে হলো।
ওই বৃদ্ধার নাম পাথুরি দেহুরি। অসুস্থতার কারণে তিনি হাঁটতে পারেন না। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। তার পায়ে সমস্যা।
গত শনিবার পূর্ব ভারতের ওড়িশার কেওনঝাড়ের তেলকই ব্লকে এমন ঘটনা ঘটে। সরকারি ভাতায় তার দিন চলে। কার্যত বাধ্য হয়েই তিনি গিয়েছিলেন পঞ্চায়েত অফিসে।
৮০ বছর বয়সি সেই বৃদ্ধা জানান, এই বয়স্ক ভাতার টাকায় আমার দিন চলে। পঞ্চায়েতের কর্মকর্তা আমায় বলেছিলেন বয়স্ক ভাতার টাকা নিতে হলে অফিসে যেতে হবে। কেউ আমার বাড়িতে এসে বয়স্ক ভাতার টাকা পৌঁছে দিতে রাজি হয়নি, তাই বাধ্য হয়েই ২ কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে পঞ্চায়েত অফিসে গিয়েছি।
পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আগামী মাস থেকে যাতে বাড়িতে গিয়েই রেশন ও ভাতার টাকা দেওয়া হয় সেটা বলা হয়েছে।