ফিলিস্তিনে ইসরাইলের ‘গণহত্যা’ অত্যন্ত ‘ভয়ঙ্কর’: গ্রেটা থুনবার্গ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
ফিলিস্তিনে ইসরাইলের ‘গণহত্যা’র নিন্দা জানিয়ে এ ক্ষেত্রে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ।
শনিবার স্টকহোমে হাজার হাজার বিক্ষোভকারীদের সঙ্গে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
স্টকহোমের এ সমাবেশে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেয়। সেই সমাবেশে থুনবার্গ বলেছেন, ফিলিস্তিনে ইসরাইলের ‘গণহত্যা’ অত্যন্ত ‘ভয়ঙ্কর’।
২১ বছর বয়সি জলবায়ু কর্মী আনাদোলুকে জানান, তিনি বুঝতে পারেন না, ফিলিস্তিনে যা ঘটছে তা দেখেও মানুষ কীভাবে নির্বিকার থাকতে পারে এবং নির্বিঘ্নে তাদের জীবনযাপন চালাতে পারে!
গ্রেটা থুনবার্গ বলেন, গণহত্যার সময় নীরব থাকা মানে এর সহযোগী হওয়া। সেই সঙ্গে তিনি ইসরাইল, ইসরাইলি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে বয়কট করার এবং এগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের গুরুত্ব তুলে ধরেন।
স্টকহোমে বিক্ষোভটি বিভিন্ন এনজিওর আয়োজনে অনুষ্ঠিত হয়। যেখান থেকে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার জন্য অবাধ প্রবেশাধিকার দাবি করা হয়।
বিক্ষোভকারীরা ‘গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে’ এবং ‘গণহত্যা বন্ধ করুন’ লেখা বিভিন্ন ব্যানার বহন করছিলেন এবং ‘ফিলিস্তিনের স্বাধীনতা’ বলেও স্লোগান দেন। সূত্র: আনাদোলু এজেন্সি