দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পিএম
![দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/17/Afrika-66e9b3ac48954.jpg)
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিরা যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছেন।
গতকাল সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় প্রিটোরিয়া বাংলাদেশ হাইকমিশনের অডিটিরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. কাজী জাকির হোসেনের সভাপতিত্বে ও দূতাবাসের দ্বিতীয় সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন হাফেজ শেখ মাসিদ।
দোয়া মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন মাওলানা ইয়াকুব ক্বাসেমী, রাসূল (সা.) আদর্শ ও গুণাবলী নিয়ে আলোচনা করেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, প্রবীণ কমিউনিটি নেতা সৈয়দ মকসুদ মওলা, বিএনপি নেতা কেএম আখতারুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- প্রবীণ কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া, বিএনপি নেতা মমিনুল হক মমিন, নেক মানির প্রধান নির্বাহী কাজী ফরহাদ কামাল, ইসলামিক ফোরামের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহিম আহমেদ, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইমরান আলী বাবুল, জহিরুল আলম তরুণ, ওমর ফারুক, সোয়াজিল্যান্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, কুমিল্লা অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন, ইসলামিক ফোরামের নেতা আব্দুল মতিন, শরীফ উদ্দিন, আমানত উল্ল্যাহ ফারুক, নিজাম উদ্দিন, শাহেদ মাহমুদ, সোয়াজিল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জাফর ইমাম রিয়াদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
আরও উপস্থিত ছিলেন- যমুনা টিভির আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, শাপলা টিভির সিও নোমান মাহমুদ, আফ্রো বাংলার বার্তা সম্পাদক আব্দুল মনিম মুন্না, হাইকমিশনের কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ।