Logo
Logo
×

আন্তর্জাতিক

হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার দাবি অস্বীকার ইরানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ পিএম

হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার দাবি অস্বীকার ইরানের

হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার দাবি অস্বীকার ইরানের

ইয়েমেনের ইরান সমার্থিত সশস্ত্র গোষ্ঠি হুথি রোববার ইসরাইলে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইল দাবি করেছে, হুথিদের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। তবে এই দাবি অস্বীকার করেছে ইরান।

সোমবার একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরাইলের দাবি নাকচ করেন।

তিনি বলেন, তেহরান ইয়েমেনের হুথিদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি।

এর আগে, হুথি ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে। উল্লেখ্য, হুতিরা ইসলামিক গ্রুপ হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

হুতি গ্রুপ এক বিবৃতিতে জানায়, তারা একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে এবং শত্রুর সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এই অভিযান সফল হয়েছে।

হুতিরা এই বলে সতর্ক করেছে, ইসরাইলের আরও হামলার জন্য অপেক্ষা করা উচিত, যা সংঘাত আরও ছড়িয়ে পড়া সংক্রান্ত উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে ফিলিস্তিনি গণমাধ্যমসমূহের ভাষ্যানুযায়ী, রোববার ইসরাইলি বাহিনী গাজা ভূখণ্ডের উত্তর ও মধ্যাঞ্চলসহ বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালালে এতে চারজন বাসিন্দা নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী এবং লেবাননভিত্তিক শিয়া মুসলিম গ্রুপ হিজবুল্লাহ উত্তর ইসরাইলে প্রতিদিন গুলি বিনিময় অব্যাহত রেখেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম