Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা, গ্রেফতার ৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা, গ্রেফতার ৬

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা, গ্রেফতার ৬

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে তিন মার্কিন নাগরিকসহ ৬ বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার এপির খবরে বলা হয়েছে, দেশটির কতৃপক্ষ জানিয়েছে, তারা তিনজন মার্কিন, দুজন স্পেন এবং একজন চেক প্রজাতনে্ত্রর নাগরিককে গ্রেফতার করেছে। 

শনিবার এক সংবাদ সম্মেলনে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও বলেছেন, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও অন্যান্য কর্মকর্তাদের গুপ্তহত্যার পরিকল্পনা করছিলেন। 

তিনি আরও বলেন, আটক দুই স্প্যানিশ নাগরিককে পুয়ের্তো আয়াকুচো শহরে ছবি তোলার সময় গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে স্পেনের গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে। জুলাই মাসের শেষের দিকে ভেনিজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির (পিএসইউভি) নেতা নিকোলাস মাদুরোকে স্পেনের একজন মন্ত্রী ‘স্বৈরশাসক’ হিসাবে অবিহিত করেন। এরপর ভেনিজুয়েলা স্পেন থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। ভেনিজুয়েলায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। 

এদিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভেনিজুয়েলার কাছে এ ব্যাপারে তথ্য চেয়েছে। 

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের দূতাবাস থেকে ভেনিজুয়েলা সরকারের কাছে একটি মেৌখিক নোট পাঠানো হয়েছে। সেখানে আটক নাগরিকদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সদস্য আটক হয়েছেন। আরও দুই মার্কিন নাগরিক আটক হওয়ার খবর তারা অনিশ্চিত সূত্র থেকে জানতে পেরেছেন। 

২০১৩ সালে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকে ১১ বছর ধরে প্রেসিডেন্ট পদে রয়েছেন মাদুরো। টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন এবার। এই নির্বাচনের মাধ্যমে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা মাদুরো আবারও ক্ষমতায় আসেন। তবে এবার সবচেয়ে কঠিন নির্বাচনি লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির ২৫ বছর ধরে দেশটিতে ক্ষমতায় আছেন। বামপন্থি নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ক্যানসারে মারা যান ২০১৩ সালে। এরপর ক্ষমতায় আসেন ৬১ বছর বয়সি মাদুরো। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম