ক্রিমিয়াকে ইউক্রেনে ফেরানোর আহ্বান এরদোগানের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
![ক্রিমিয়াকে ইউক্রেনে ফেরানোর আহ্বান এরদোগানের](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/11/erdogan-66e1b55d41bc0.jpg)
কিয়েভের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে ক্রিমিয়া উপদ্বীপকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
সম্প্রতি এক বিবৃতিতে এরদোগান ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি তুরস্কের অবিচল সমর্থন প্রকাশ করেন। এ সময় তিনি ‘ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে দেখা উচিত’ বলে উল্লেখ করেন।
এরদোগান বলেন, ‘ক্রিমিয়া ঐতিহাসিকভাবে ইউক্রেনের অংশ এবং এর পুনরুদ্ধার এ অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অপরিহার্য’।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক সবসময় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে ছিল এবং থাকবে। সেই সঙ্গে তিনি ক্রিমিয়ায় তাতার জনগণের অধিকার এবং স্বাধীনতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন, যাদের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।
ইউক্রেনের প্রতি তুরস্কের এ সমর্থনপুষ্ট বার্তা এমন সময়ে এলো, যখন রাশিয়া ক্রিমিয়া দখল নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখোমুখি হয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ এবং ক্রিমিয়ার ভবিষ্যত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা বাড়ছে।
উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেছিল এবং সেই থেকে উপদ্বীপ রাশিয়ারই অংশ হয়ে আছে।সূত্র: আনাদোলু এজেন্সি