Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাতসংশ্লিষ্ট ৭৫০ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম

ইসরাইলি হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাতসংশ্লিষ্ট ৭৫০ জনের মৃত্যু

ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত নুসেইরাতের একটি জাতিসংঘ পরিচালিত স্কুল/ছবি: সংগৃহীত

শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ৭৫০ জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরাইল। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।

এছাড়া ইসরাইলি আগ্রাসনে আগস্টের শেষ পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি স্কুল বয়সি শিশু প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত, পঙ্গুত্ব বরণকারী এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন হাজার হাজার শিশু।

ফিলিস্তিনে নতুন শিক্ষাবর্ষের শুরুতে প্রকাশিত এই বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে স্কুল এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক ভবনে নির্বিচারে হামলা চালিয়েছে। এর ফলে ৯২ শতাংশ বিদ্যালয় এখন পাঠদানের অনুপযোগী।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪০,৯৮৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৯৪,৮২৫ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম