Logo
Logo
×

আন্তর্জাতিক

হামলা ঠেকাতে ইউক্রেন সীমান্তে ‘বাফার জোন’ তৈরি করতে চায় রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

হামলা ঠেকাতে ইউক্রেন সীমান্তে ‘বাফার জোন’ তৈরি করতে চায় রাশিয়া

ছবি সংগৃহীত

সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক অঞ্চলে সফল সামরিক অভিযান চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানে তিনটি সেতু ধ্বংস করে বেশ কিছু ভূখন্ড দখল করে রেখেছে ইউক্রেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং উল্লেখযোগ্য অনুপ্রবেশ মনে করা হচ্ছে এটি। 

এমন পরিস্থিতিতে অভ্যন্তরে হামলা ঠেকাতে একটি ‘বাফার জোন’ তৈরি করতে চায় রাশিয়া। শুধু তাই নয় ইউক্রেনের রাজধানী কিয়েভে বড়সড় অস্ত্রের চালান সরবরাহ করতে এই ‘বাফার জোন’ কাজ করবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি তাস।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘ইউক্রেনের সেনাবাহিনীর গোলাগুলি থেকে নিজেকে রক্ষা করার জন্য ইউক্রেনের সীমান্তে একটি বাফার জোন রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে কিয়েভে কী ধরনের অস্ত্র সরবরাহ করা হবে তার উপর নির্ভর করবে’। 

আলোচনার টেবিলে থাকা ‘বাফার জোন’ কেমন আকারের হবে, তা নিয়ে ধারণা দিয়েছেন মেদমেদেভ। প্রয়োজন হলে এটি পোল্যান্ড সীমান্ত পর্যন্ত প্রসারিত হবে বলে জানিয়েছেন তিনি।

‘অবশ্যই, আমাদের ভবিষ্যতের জন্য একটি বাফার জোন তৈরি করতে হবে যাতে কোনও কিছুই উড়তে না পারে। এর আকার যে কারও অনুমানের চেয়ে যথেষ্ট বড় হওয়া উচিত। যদি তারা (ইউক্রেনীয়রা) আক্রমণের দূরপাল্লার আক্রমণ করতে চায়, যেমন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসাবে, তাহলে এই বাফার জোনটি পোল্যান্ড পর্যন্ত প্রসারিত হবে।’

এর আগে গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, আক্রমণ অব্যাহত থাকলে ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়া ‘বাফার জোন’ তৈরি করার কথা বিবেচনা করবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম