Logo
Logo
×

আন্তর্জাতিক

ডেনমার্কে ইসরাইলবিরোধী বিক্ষোভ, গ্রেটা থুনবার্গ গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পিএম

ডেনমার্কে ইসরাইলবিরোধী বিক্ষোভ, গ্রেটা থুনবার্গ গ্রেফতার

বিশ্বখ্যাত জলবায়ু বিষয়ক সুইডিশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে কোপেনহেগেনে গ্রেফতার করা হয়েছে। বুধবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে তাকে গ্রেফতার করা হয়।

 এ সময় থুনবার্গসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। যাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও ছিলেন। তারা কোপেনহেগেনের একটি বিশ্ববিদ্যালয়ের ভবন অবরুদ্ধ করে রেখেছিলেন। যা ছিল তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের গাজা অঞ্চলে চলমান ইসরাইলি সহিংসতার বিরুদ্ধে এবং নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করছিলেন। 

গ্রেটা থুনবার্গ মূলত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তার সংগ্রামের জন্য পরিচিত। এবার আন্তর্জাতিক সংঘাতের বিরুদ্ধে নিজের অবস্থান জানান দিলেন এই সুইডিশ নাগরিক।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

কিছু ছাত্র-সংগঠনের কর্মী ও সমর্থক এ বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন। যাদের দাবি, ইসরাইলি আগ্রাসনে জর্জরিত গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। 

তাদের বক্তব্য, বিশ্বের বড় বড় সমস্যার সঙ্গে মিলিয়ে গাজা সংকটও একটি গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত।

এদিকে জলবায়ু আন্দোলন কর্মী থুনবার্গের গ্রেফতার আন্তর্জাতিক মিডিয়া এবং সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং অনেকেই তার সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন। 

গ্রেটা থুনবার্গের গ্রেফতারের বিষয়টি এখন গাজায় ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধবিরোধী আন্দোলনের জন্য একটি নতুন দৃষ্টিকোণ। ঘটনাটি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম