Logo
Logo
×

আন্তর্জাতিক

সমাধিস্থলে নির্বাচনি প্রচারণার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে, যা বললেন কমলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

সমাধিস্থলে নির্বাচনি প্রচারণার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে, যা বললেন কমলা

যুক্তরাষ্ট্রের অরলিংটনের জাতীয় সমাধিস্থলে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর বিবিসির

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমলা হ্যারিস বলেন, ট্রাম্প রাজনীতির স্বার্থে পবিত্র ভূমির অসম্মান করেছেন।

দেশটির স্থানীয় সময় সোমবার অরলিংটনের জাতীয় সমাধিস্থলে নির্বাচনি প্রচারণা চালিয়ে বিতর্কের মুখে পড়ে ট্রাম্পের নির্বাচনি শিবির। ওই দিন নিহত ১৩ সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন ট্রাম্প। তিন বছর আগে আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর ওই সেনারা নিহত হন।

এদিকে সমাধিস্থলের ঘটনায় যারা সমালোচনা করেছেন, তাদের জবাব দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার মিশিগানে অনুষ্ঠিত এক নির্বাচনী শোভাযাত্রায় তিনি এ বিষয়ে কথা বলেন। ট্রাম্প জানান, সমাধিক্ষেত্রে তাকে ছবি তোলার জন্য অনুরোধ করা হয়।

তিনি বলেন, আমি সেখানে গেলাম, তারা আমাকে ছবি তোলার অনুরোধ করলেন। অথচ সমালোচকরা বলছেন, আমি নির্বাচনি প্রচার চালাচ্ছি।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমলা হ্যারিস। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম