Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার মার্শাল আর্ট নিষিদ্ধ করল তালেবান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১০:২৪ পিএম

এবার মার্শাল আর্ট নিষিদ্ধ করল তালেবান

তালেবান সরকার আফগানিস্তানে মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) নিষিদ্ধ করেছে। দেশটির ক্রীড়া কর্তৃপক্ষের একজন কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমে এ কথা বলেছেন।

ইসলামি আইনের সঙ্গে অসংগতিপূর্ণ হওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই ক্রীড়া কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম টোলোনিউজকে বলেছেন, খেলাটি কেবল ধর্মের সঙ্গে অসংগতিপূর্ণই নয়, এটি যথেষ্ট নৃশংস। এতে মৃত্যুঝুঁকি রয়েছে। আফগানস্তানের নৈতিকতা মন্ত্রণালয়ের অধীন নীতি পুলিশ এ আইন পাশ করিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তালেবানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে বলা হয়েছে, ‘শরিয়া আর ইসলামি শিক্ষার সঙ্গে এ খেলাটি সংঘর্ষপূর্ণ। এ কারণেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম